রবিবার ১০৮ টি পুরসভার ভোটে রাজ্যজুড়ে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। প্রতিবাদ জানিয়ে সোমবার রাজ্যে ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছিল বিজেপি। বনধের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল এবং অবরোধ কর্মসূচি নিয়েছিল দল। সোমবার সেসবকে ঘিরে নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তিও হয়েছে। তেমনই অশান্তি হল বিধাননগর স্টেশনেও। সেখানে আন্দোলনে নেতৃত্ব দেন বিজেপি নেতা কল্যাণ চৌবে, অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা সহ অনেকেই। প্রথমে অবরোধ, তারপর পুলিসের সঙ্গে ধস্তাধস্তি এবং সবশেষে রেললাইনে টায়ার জ্বালিয়ে নতুন করে রেল অবরোধ। এইসব ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিন পুলিসের ভূমিকার তীব্র নিন্দা করেন বিজেপি নেতা কল্যাণ চৌবে।
পুলিস এসে সেখান থেকেও বনধ সমর্থককারীদের সরিয়ে দেয়। এরপর ফের উল্টোডাঙা স্টেশনের বাইরে পথ অবরোধ শুরু হয়। অবরোধকারীদের চ্যাংদোলা করে, টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যানে।
সব মিলিয়ে দীর্ঘ সময় উল্টোডাঙার মতো ব্যস্ততম এলাকা ছিল উত্তেজনায় ভরপুর। নিত্য়যাত্রীদের দুর্ভোগও পোহাতে হয়।