১৯ এপ্রিল, ২০২৪

Bantala: কালীপুজোর দুপুরে বানতলার চর্ম নগরীতে বিধ্বংসী আগুন, প্রচুর সম্পত্তিহানি আশঙ্কা
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-24 19:15:33   Share:   

বানতলা চর্মনগরীতে (Leather Complex) আগুন। কালীপুজোর দুপুরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন (Fire Brigade)। চর্মনগরীর এক তলার একটি গুদামে আগুন, সূত্রের খবর, ভিতরে ১০ জন আটকে পড়েছিলেন। তবে তাঁদের উদ্ধার করা হয়েছে। চর্মনগরীতে অগ্নিকাণ্ডের (Fire Incident) ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিন্তু প্রাণহানি নেই বলে নিশ্চিত করেছে দমকল।

জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেটি একটি চামড়ার ব্যাগ তৈরির কারখানা। তার নীচের তলায় রাসায়নিক পদার্থ থাকে। সেই দাহ্য বস্তু থেকেই কোনওভাবে আগুন ছড়িয়েছে। আগুন লাগায় চার দিক ধোঁয়ায় ঢেকে যায়, খবর পেয়ে ঘটনাস্থলে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু।

এক তলার গুদামে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতেও। পরপর ৪টি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। গুদামের ভিতর দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। দমকলমন্ত্রী জানিয়েছেন, ঝিরঝিরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়েছে। যেহেতু একটি চামড়ার কারখানা, তাই সেখানে প্রচুর দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল।


Follow us on :