ফের শহর কলকাতায় আগুন (Kolkata Fire)। শুক্রবার ভোরের দিকে আগুন লাগে একটি কাপড়ের দোকানে। দুর্ঘটনাস্থল চাঁদনি চকের (Chandni Chowk ) গ্র্যান্ড স্ট্রিট (Grand Street)। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় ৩টি ইঞ্জিন। তিন ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ভিতরে পকেট ফায়ার (Pocket Fire) থাকতে পারে। সে আশঙ্কায় এখনও দমকল কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। এমনকি আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। তবে কোনও হতাহতের কোনও খবর মেলেনি।
এক দোকানদার জানান, দাহ্য পদার্থ (Combustible Substances ) অর্থাৎ কাপড় থাকায় আগুন মারাত্মক আকার নেয়। তবে দমকল কর্মীদের নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অনেকটাই ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ক্ষতি হল। শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।
আগুন নেভানোর কাজ জারি রয়েছে। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। যে দোকানে আগুন লেগেছে সেই দোকানের ভিতরে প্রবেশ করতে পেরেছে দমকলকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখন জল কুলিংয়ের কাজ চলছে।