১৯ এপ্রিল, ২০২৪

Saraswati: রাত পোহালে বীণাপানির আরাধনা, বিদ্যাদেবীর পুজোয় অগ্নিমূল্য বাজার? জানুন দর
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-25 13:29:56   Share:   

কাল বসন্ত পঞ্চমী। চারিদিকে ছড়িয়েছে বীণাপাণির আগমনী সুর। পুজোর কেনাকাটা প্রায় শেষের মুখে। পুজো উপলক্ষে ভিড় উপচে পড়ছে বাজারগুলিতে। প্রতিমা কেনার পাশাপাশি ভিড় জমেছে ফল-ফুলের বাজারে। যেহেতু কমবেশি সব স্কুলে সরস্বতী পুজো হয়, তাই স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের নিয়ে বাজারে বেড়িয়েছেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে বাজারে। অপরদিকে কেউ কেউ বলছেন বাজার যথেষ্টই অগ্নিমুল্য। ক্রেতারা জানান, 'ফুলের মালার দাম তুলনায় বেড়েছে। ফলের দামও প্রতি কেজিতে ২০-৩০ টাকা করে বেড়েছে।'

একনজরে ফলের দাম:

কুল:৮০/কেজি 

শশা: ৫০/কেজি

শাকালু:৫০/কেজি

আপেল:১০০/কেজি

পেয়ারা:৮০/কেজি

কমলালেবু:১৫/পিস

কলা:৪/পিস

খেজুর:১০০/কেজি

আঙুর:৯০/কেজি

সবেদা:৭/পিস

পেঁপে:৬০/কিলো

দাম বাড়লেও পুজোর বাজারে কোনও ত্রুটি রাখতে চাইছেন না ক্রেতারা। আবার অনেকে দামের জন্য ফল-ফুল পরিমাণ তুলনায় কম নিচ্ছেন। তবে বিক্রেতাদের মুখে খুশির হাসি, তাঁরা জানান,'সকাল থেকে বিক্রি ভালোই চলছে। বেলা গড়ানোর সঙ্গে ভিড়ও বাড়ছে। দাম ঠিকই আছে।'

বিক্রেতারা কিন্তু এ-ও জানান, সরস্বতী পুজোয় প্রত্যেকবারই ভালো বিক্রি হয়। এবারও তার অন্যথা হয়নি। এমনকি করোনাকালেও তাঁদের বিক্রি মোটের উপর ভালোই ছিল।


Follow us on :