ব্রেকিং নিউজ
Subhash Bhowmick: প্রয়াত প্রাক্তন ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক
HomekolkataSubhash Bhowmick: প্রয়াত প্রাক্তন ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-22 10:38:21
প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। একবালপুরের একটি নার্সিংহোমে শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেশ কিছু দিন ধরেই শারীরিক অবস্থা জটিল হয়েছিল। শুক্রবার তাঁর আরও ভালো চিকিৎসার জন্য উদ্যোগী হয়েছিল বাংলার তিন প্রধান,আইএফএ। সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। কিন্তু কাউকে কিছু করার সুযোগ দিলেন না বর্ষীয়াণ ফুটবলার। না ফেরার দেশে চলে গেলেন সুভাষ ভৌমিক। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের আদরের ভোম্বলদা।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই ফুটবলার। প্রায় সাড়ে তিন মাস ধরে তাঁকে প্রায় নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছিল। সম্প্রতি কিছু দিন ধরে বুকে সংক্রমণের জন্য ভর্তিও ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে। দীর্ঘদিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছিলেন সুভাষ।
কলকাতা ময়দানে সুভাষ ভৌমিকের অভিষেক হয়েছিল মাত্র ১৯ বছর বয়সে। প্রথম বড় ক্লাব ইস্টবেঙ্গল। মাত্র এক মরসুম সেখানে খেলেই যোগ দেন প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানে। সেখানে তিন বছর খেলে ফিরে আসেন লাল-হলুদে। তিন বছর পরে ফের সবুজ-মেরুনে। আরও তিন বছর সেখানে খেলার পরে তাঁকে ফের সই করায় ইস্টবেঙ্গল। এক বছর সেখানে খেলে ১৯৭৯ সালে অবসর নেন সুভাষ। ইস্টবেঙ্গলে তিনি খেলেছেন পাঁচ বছর। মোহনবাগানে খেলেছেন ছয় বছর।
কোচ হিসেবে তিন দফায় ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলেছেন তিনি। প্রথমে ১৯৯৯ থেকে ২০০০, তারপর ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৮ থেকে ২০০৯। মোহনবাগানের কোচ ছিলেন ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত। এ ছাড়াও ২০০৬ সালে মহমেডানে, ২০০৭-০৮ সালে সালগাঁওকারে এবং ২০১২-১৩ সালে চার্চিল ব্রাদার্সে কোচিং করিয়েছেন। তবে সবার আগে ১৯৮৬ সালে জর্জ টেলিগ্রাফের কোচ হিসেবে শুরু করেন তিনি।
কিন্তু শেষ লড়াইটা হেরেই গেলেন লড়াকু ভোম্বলদা। যিনি কখনও হেরে পিছিয়ে আসার লোক ছিলেন না। সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল।