২৬ এপ্রিল, ২০২৪

Carnival: কড়া নিরাপত্তার চাদরে রেড রোড, কার্নিভালে নেই ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-08 09:46:29   Share:   

দু'বছর বন্ধ থাকার পর শনিবার রেড রোডে (Red Road) দুর্গাপুজা কার্নিভাল (Durga Puja Carnival)। আর এই আয়োজন ঘিরে তুঙ্গে নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০০০ পুলিস মোতায়েন করা হবে। রেড রোড সংলগ্ন ময়দান চত্বরকে ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রতি জোনের দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার। মূল জোন অর্থাৎ ভিভিআইপি জোনের দায়িত্বে ডিসি সেন্ট্রাল এবং ডিসি সাইবার। বসছে ৮টি ওয়াচ টাওয়ার, ১০টি পুলিস সহায়তা কেন্দ্র, ৫টি কিউআরটি। জানা গিয়েছে প্রায় ৯৫টি পুজো এই কার্নিভালে অংশ নেবে।

এদিকে, কার্নিভালে মূল অনুষ্ঠানের সূচনায় ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জরি নাচের গ্রুপ। তাদের পারফরম্যান্স দিয়ে শুরু হবে কার্নিভাল। যদিও শনিবার মঞ্চে নাচতে দেখা যাবে না সৌরভ-পত্নীকে। সম্প্রতি চিকুনগুনিয়া সারিয়ে বার৪ই ফিরলেও চিকিৎসকরা এই মুহূর্তে নাচতে বারণ করেছেন। তাই সেই পরামর্শ মেনেই রিহারাসালে উপস্থিত থাকলেও মূল অনুষ্ঠানে মঞ্চে না থাকার সম্ভাবনা ডোনার। এদিন ক্যালকাটা নিউজকে ডোনা গঙ্গোপাধ্যায় জানান, তিনি ভালো আছেন।


Follow us on :