১৬ এপ্রিল, ২০২৪

Metro: পুজোর চার দিন কত রাত অবধি মেট্রো? ২৫ সেপ্টম্বর পর্যন্ত উইক এন্ডে বাড়তি মেট্রো
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-02 20:22:15   Share:   

কলকাতা মেট্রোর (Kolkata Metro) পুজো উপহার। সপ্তমী, অষ্টমী, নবমী মেট্রো চলবে দুপুর ১২টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত। দশমীতে মেট্রো চলবে রাত দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি৷ সম্প্রতি এই ঘোষণা করেছে কলকাতা মেট্রো। পাশাপাশি পুজোর (Durga Puja) কেনাকাটার ভিড় সামাল দিতে প্রাক-পুজো মেট্রো চালানোর সিদ্ধান্ত হয়েছে। শনিবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরে শনি ও রবিবারও বিশেষ মেট্রো পরিষেবা (Special Train) পাওয়া যাবে। জানা গিয়েছে, প্রাক-পুজো বিশেষ পরিষেবা দিতে শনিবার আপ এবং ডাউন মিলিয়ে ২৮২টি ট্রেন চলবে। পাশাপাশি রবিবার ১৬৪টি মেট্রো চলবে আপ এবং ডাউনে। ৩, ৪ সেপ্টেম্বর, ১০, ১১ সেপ্টেম্বর, ১৭, ১৮ সেপ্টেম্বর এবং ২৪,২৫ সেপ্টেম্বর এই অতিরিক্ত পরিষেবা মিলবে।

এদিকে, UPSC পরীক্ষার জন্য রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ৪ সেপ্টেম্বর রবিবার নির্ধারিত সময়ের আগেই চালু হবে মেট্রো। সকাল ৯টার বদলে সকাল ৮টায় চলবে প্রথম মেট্রো। আপে কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং ডাউনে দক্ষিনেশ্বর-কবি সুভাসের জন্য প্রথম ট্রেন সকাল ৮টায়। একইভাবে কবি সুভাষ-দমদম এবনং দমদম-কবি সুভাষের জন্য প্রথম ট্রেনও সকাল ৮টায়। 

তবে দিনের শেষ ট্রেনের সূচি একই থাকছে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা মেট্রো রেল।


Follow us on :