LATEST NEWS
28 May, 2023

Police: হরিদেবপুরে তদন্তে গিয়ে মহিলাকে কুপ্রস্তাব! ১০০ ডায়ালে অভিযোগ, সাসপেন্ড সাব-ইনস্পেক্টর
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১১-১৬ ১৪:০১:০৯   Share:   

এক মহিলাকে কুপ্রস্তাব (Indecent to Woman) দেওয়ার অভিযোগে সাসপেন্ড হরিদেবপুর থানার সাব ইনস্পেক্টর (Police SI) আইনুল হক। সেই মহিলার ১০০ ডায়ালে (100 Dial) অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে লালবাজার (Lalbazar)। জানা গিয়েছে, সম্পত্তিগত বিবাদের অভিযোগ জানাতে হরিদেবপুর থানায় (haridevpur PS) যান ওই মহিলা। সেই অভিযোগ খতিয়ে দেখতে অভিযুক্ত এসআই ওই মহিলার বাড়িতে যান। সেখানেই তাঁকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি অভব্য আচরণের অভিযোগ ওঠে এসআইয়ের বিরুদ্ধে।

সঙ্গে সঙ্গেই ওই মহিলা ১০০ ডায়ালে ফোন করে এসআই-র বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ খতিয়ে দেখেই আইনুল হককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এদিকে, রক্ষকের এভাবে ভক্ষক হয়ে ওঠার ঘটনায় স্বাভাবিক ভাবেই নাগরিক সমাজে চাঞ্চল্য। এখন দেখার সাসপেনশন ছাড়াও বিভাগীয় তদন্ত শেষে আর কতটা শাস্তি অপেক্ষা করছে ওই এসআই-য়ের।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :