২৮ মার্চ, ২০২৪

Car: নবান্ন অভিযানে গাড়িতে অগ্নিসংযোগ, ধৃত মূল অভিযুক্ত, ১১ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-15 12:57:58   Share:   

বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিসের গাড়িতে অগ্নিসংযোগের (Arson Case) ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১। বুধবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রের খবরে জোড়াসাঁকো মণ্ডলকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস (Kolkata Police)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দীপ সরকার নামে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সাধারণ জীবনযাপনে আতঙ্ক বা অশান্তি তৈরি মতো ধারাতেও মামলা রুজু হয়েছে।

বুধবারই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নবান্ন অভিযানের নামে যারা অসামাজিক কাজ করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিস। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিজেপির নবান্ন অভিযানকে গুণ্ডামি-দাদাগিরি বিশেষণে দুষেছেন। এই পরিস্থিতিতে বুধবার বেলেঘাটা-নারকেলডাঙা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিল লালবাজার। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।


Follow us on :