২৬ এপ্রিল, ২০২৪

hookah: 'মানুষ এবং সমাজের অসুবিধা হচ্ছে'! কলকাতায় বন্ধ হুক্কা বার, জানালেন মেয়র
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-02 18:45:12   Share:   

কলকাতা (Kolkata) শহরজুড়ে বন্ধ হচ্ছে হুক্কা বার (Hookah Bar)। শুক্রবার জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। তিনি জানান, 'রেস্তোরাঁয় (Food Restaurant) যে হুক্কাবার চলে, সমাজের পক্ষে খারাপ। হুক্কায় যে কেমিক্যাল ব্যবহার হয়, সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পাশাপাশি কোনও কোনও হুক্কা বারে নেশা জাতীয় জিনিস মেশানো হচ্ছে। যদিও আমাদের কাছে কোনও প্রমাণ নেই। সেই নেশায় আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ফলে হুক্কা বারের প্রতি আগ্রহ বাড়ছে তাঁদের। তাই আমরা হুক্কা বারের নতুন করে লাইসেন্স দেব না। যাঁদের লাইসেন্স দেওয়া আছে, তাঁদের লাইসেন্স বাতিল করব। বিজ্ঞপ্তি দিয়ে আমরা এই সিদ্ধান্ত জানাবো। পুলিসের থেকেও সাহায্য নেব, হুক্কা বার বন্ধ করতে।'

তাঁর মন্তব্য, 'আগে ছাদে হুক্কাবার চলতো, অসুবিধা হতো না। এখন রেস্তোরাঁর সঙ্গেই হুক্কাবার চালানোর অনুমতি নেওয়া হচ্ছে। এতে মানুষ এবং সমাজের অসুবিধা হচ্ছে। এই হুক্কাবারগুলো মানুষ, সমাজের পক্ষে অসুবিধা তৈরি করছে। শুধু রেস্তোরাঁ চলুক, খাওয়া-দাওয়া চলুক অসুবিধা নেই। যারা হুক্কাবার চালান তাঁদের কাছে অনুরোধ করবো বন্ধ করতে।' তিনি জানান, প্রচুর অভিযোগ এবং আপত্তিকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত। বদ্ধ জায়গায় হুক্কাবার বন্ধ থাকবে। এখনই পুরসভা কড়া পদক্ষেপ নেবে না। অনুরোধ থাকবে বদ্ধ জায়গায় যাতে হুক্কা বার না চালানো হয়। পুলিসকেও বলা হয়েছে কড়া পদক্ষেপ নিতে। অনেক হুক্কা বারে মাদক মেশানো চলছে, সেটা নজরদারি করতে।


Follow us on :