Share this link via
Or copy link
জেলে আচমকা 'অসুস্থ' রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু)। রাতে প্রেসিডেন্সি জেলেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। সংশোধনাগারের পয়লা বাইশ নম্বর ওয়ার্ডের সাত নম্বর সেলেই একটি অক্সিজেন সিলিন্ডার রাখার বন্দোবস্ত করেছে জেল কর্তৃপক্ষ। তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি বলে শুক্রবার প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে।
“আমি এই সেলে থাকব না। আমাকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হোক।” জেলে দু’রাত কাটতে না কাটতেই এ ধরনের নানা বায়না জুড়ে দিয়েছিলেন ‘মন্ত্রী’ জ্যোতিপ্রিয়। এসএসকেএম যাওয়ার জন্যই কি বারবার অসুস্থ হয়ে পড়ছেন বালু? বিরোধীরা এমন প্রশ্নই তুলছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার অসুস্থতার কারণে সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি রাজ্যের মন্ত্রী। ভার্চুয়াল মাধ্যমে তাঁকে আদালতে হাজির করানো হয়। শুনানির শুরুতে বিচারক তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। বিয়াচারপতি জিজ্ঞাসা করেন, 'কী সমস্যা হচ্ছে আপনার'। জ্যোতিপ্রিয় কাতর আর্জি জানিয়ে বলেন, ‘‘স্যর, আমাকে বাঁচতে দিন।’’
প্রসঙ্গত, রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে শুক্রবার বিস্ফোরক মন্তব্য করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের আধিকারিকরা। তাঁরা বলেন, রেশন দুর্নীতি নিয়ে জ্যোতিপ্রিয়র কাছে একাধিক অভিযোগ থাকলেও কোনও রকমের ব্যবস্থা নেননি তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক সব জানতেন রেশন দুর্নীতি নিয়ে। পুলিসের কাছে ভুরি ভুরি অভিযোগ এবং এফআইআর জমা হওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি খাদ্য দফতর তথা তৎকালীন খাদ্যমন্ত্রী।