২৪ এপ্রিল, ২০২৪

Justice: মান্থার এজলাস বয়কটে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ হাইকোর্টের, 'লজ্জিত' রাজ্যের এজি
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-10 17:49:22   Share:   

দরজা বন্ধ করে ১৩ নম্বর (Justice Rajasekhar Mantha) এজলাস বয়কট-কাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ বিচারপতি রাজাশেখর মান্থার। তৃণমূলপন্থী (TMC) ওই আইনজীবীদের বিক্ষোভ ক্রিমিনাল কন্টেম্পট কিনা, তা ঠিক করবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এছাড়া এই মামলায় হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যাসোশিয়েশন ও অ্যাডভোকেট জেনারেলকে যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। এদিকে এদিন আবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ঘটনায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ক্ষমা চান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। প্রধান বিচারপতির এজলাসে অ্যাডভোকেট জেনারেল উপস্থিত হয়ে বলেন, 'যা ঘটেছে তাতে আমি লজ্জিত। এটা দুঃখজনক।'

অপরদিকে, আইনজীবীদের একাংশের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটে বড়সড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। এদিন হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে তলব করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। সবরকম পদক্ষেপ গ্রহণের অধিকার তাঁর হাতে তুলে দিয়েছে আদালত। কোর্টের বাইরে কোনও আইনজীবী যাতে বাধাপ্রাপ্ত না হন, তা নিশ্চিত করবেন রেজিস্টার জেনারেল। এমনটাই আদালত সূত্রে নির্দেশ গিয়েছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব গিয়েছে হাইকোর্ট ওসির ঘাড়ে। ঢেলে সাজানো হবে এজলাসের বাইরে নিরাপত্তা, এমনটাই আদালত সূত্রে খবর।


Follow us on :