২৩ এপ্রিল, ২০২৪

Justice: 'এত দুর্বৃত্ত পাশে থাকলে দিদি কী করে সামলাবেন', মানিক প্রসঙ্গে মন্তব্য জাস্টিস গাঙ্গুলির
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-02 09:45:39   Share:   

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে (Corruption Case) ফের বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তৃণমূল কংগ্রেস (TMC MLA) বিধায়ক মানিক ভট্টাচার্যর প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি বলেন, 'লজ্জার এটাই যে এখনও মানিক বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদ থেকে পদত্যাগ করেনি। তিনি ভাবছেন আবার ফিরে আসবেন। এত দুর্বৃত্ত পাশে থাকলে দিদি কী করে সামলাবেন, সম্ভব নয়। এটা এখন সবাই জানে। রাজ্যটা কি নষ্ট হয়ে যাবে, এটা কি হয়?'

এদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির দুটি বৈধ পাসপোর্ট। এই তথ্য প্রকাশ্যে আসতেই পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন রাজ্যের আইনজীবী ভাস্কর প্রসাদ বৈশ্য। পাশাপাশি প্রাথমিকের তদন্তে গত ২ সপ্তাহে তদন্তে অনেক অগ্রগতি হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল সিবিআই। মানিক ভট্টাচার্যর জোড়া পাসপোর্ট প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, 'আমি তো আগেই বলেছিলাম। কিন্তু কী ভাবে সম্ভব? আদালত না আপনারা তদন্ত করছেন?'

তাঁর দাবি, 'মানিক ভট্টাচার্যের লন্ডনেও বাড়ি রয়েছে। কার বাড়ির পাশে ওই বাড়ি সেই নামও বলে দিতে পারি।'


Follow us on :