ব্রেকিং নিউজ
Justice-Abhijit-Gangopadhyay-asked-for-a-list-of-18000-vacancies
Recruitment: ১৮ হাজার শূন্যপদের তালিকা চাইলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-25 16:46:38


একদিকে পার্থ-অর্পিতা যোগে সরগরম রাজনীতি। অন্যদিকে চাকরিপ্রার্থীদের হাহাকার। চাকরি না পাওয়ার যন্ত্রণায় আন্দোলন। এ সবই এখন সাম্প্রতিক চর্চার বিষয়। তার মধ্যে সোমবার আদালতের জন্য চাকরি হচ্ছে না, এমন অভিযোগের প্রেক্ষিতেই প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ১৮ হাজার শূন্যপদের হিসাব চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সোমবার বিচারপতি বলেন, দু’-তিন দিনের মধ্যে রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের তালিকা তাঁর কাছে জমা দিতে হবে। তিনি বিভিন্ন মিডিয়া রিপোর্ট ও সাধারণ মানুষের কাছ থেকে শুনেছেন ১৮ হাজার শিক্ষকের পদ খালি আছে। মামলার জন্য চাকরি হচ্ছে না। প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দফতরের থেকে এই পদগুলোর বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বিচারপতি অভিজিত গঙ্গোেপাধ্যায়। কোন্ কোন্ পদে কত খালি পদ আছে, তা জানতে চান তিনি। তিনি বলেন ,"আমি চাই সকলের চাকরি হোক।" এদিন প্রিন্সিপাল সেক্রেটারিকে তিনি নির্দেশ দিয়েছেন, দু’-তিন দিনের মধ্যে ওই শূন্যপদের তালিকা তাঁকে দিতে হবে। 

২৮ জুলাইয়ের মধ্যে হলফনামার মাধ্যমে জমা করতে হবে তালিকা।

Calcutta News
Auto 160p
1080p
360p
160p
 
00:03
/
00:30
LIVE





All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন