এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে টানটান উত্তেজনা। প্রথমে নাকতলা থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। কিন্তু ইডি দফতরে নয়, হঠাৎ পার্থকে নিয়ে ইডির গাড়ি পার্ক সার্কাসমুখী হয়। সূত্রের খবর ছিল, গ্রেফতার হওয়া মন্ত্রীকে সরাসরি তোলা হতে পারে আদালতে। অথবা, তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্যও নিয়ে যাওয়া হতে পারে। আবার নিজাম প্যালেসেও নিয়ে যাওয়া হতে পারে তৃণমূলের মহাসচিবকে। অর্থাত শনিবার বেশ খানিকক্ষণ তাঁর যাত্রাপথ নিয়ে সাসপেন্স থাকে। অবশেষে গাড়ি বেহালামুখী হয়। শেষ পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের সামনে থামে ইডির গাড়ি। ইডি সূত্রে জানা গেছে, সেখানে ডাক্তারি পরীক্ষা হবে রাজ্যের শিল্পমন্ত্রীর।
ভাবা হচ্ছিল পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে ইডি। ২১ কোটি টাকার উত্স জানতে তত্পর ইডি আধিকারিকরা। জানা গেছে, জিজ্ঞাসাবাদে সহযোেগিতা করছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।