১৯ এপ্রিল, ২০২৪

Group D: চাকরি বাঁচাতে ডিভিশন বেঞ্চে গ্রুপ ডি চাকরিচ্যুতরা! বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-15 14:00:46   Share:   

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ ডি (Group D) চাকুরিহারারা। তাঁদের মামলা গ্রহণ ডিভিশন বেঞ্চে (Division Bench)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Ganguly) সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের, বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা। আবেদনে দাবি, বেতন বন্ধ ও ফেরতের উপর থাকা সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ। এমনকি চাকরি বাতিলের নির্দেশনামাতেও স্থগিতাদেশ চেয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের এজলাসে আবেদন।

আবেদনে উল্লেখ, 'আমরা গত ৫ বছর ধরে চাকরি করছি। চাকরি পাওয়ার পর যথাযথ শ্রমও দিয়েছি। তাহলে এখন কেন বেতন ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে?' এ প্রসঙ্গে উল্লেখ্য, ওএমআর শিট বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে ২ হাজার ৮০০-র বেশি চাকরিপ্রার্থীর। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৯১১ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশনের নির্দেশে মেনেই এই সিদ্ধান্ত।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা।


Follow us on :