২০ এপ্রিল, ২০২৪

Agitation: পুজোর শহরে 'নিয়োগ' চেয়ে ধর্নায় চাকরিপ্রার্থীরা, কারও চোখে জল, কারও সঙ্গী দীর্ঘশ্বাস
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-01 18:36:11   Share:   

ষষ্ঠীর (Durga Puja 2022) দিন দেবীর বোধনের অপেক্ষায় গোটা রাজ্য। রাস্তায় মানুষের ঢল, শারদ উৎসবে পুরোদমে মেতে উঠতে প্রস্তুত বাঙালি। কিন্তু চোখে জল নিয়ে এ শহরের রাজপথেই নিয়োগের দাবিতে বিক্ষোভের অনড় চাকরিপ্রার্থীরা। এসএসসি (SSC) গ্রুপ-ডি হোক বা ২০১৪ প্রাইমারি টেট অথবা এসএলএসটি (SLST) প্রত্যেকের একটাই দাবি, 'অবিলম্বে নিয়োগ চাই।' ষষ্ঠীতে ধর্মতলায় দেখা গিয়েছে আনন্দের মধ্যেও বিষাদের ছবি। এসএসি গ্রুপ সি এবং ডি-তে স্বচ্ছ নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিপ্রার্থীরা (job aspirants)।

তাঁদের দাবি, 'মেধাতালিকায় নাম থাকা সত্বেও নিয়োগ মেলেনি। তাই ষষ্ঠীর দিনেও আমরা যারা শিক্ষিত এবং যোগ্য এভাবে ধর্না দিতে হচ্ছে। এটা রাজ্যের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা। সাম্প্রতিক কালে ৬২০০ বেআইনি নিয়োগ হয়েছে। কিন্তু আমরা যোগ্য হয়েও চাকরি পাচ্ছি না। ধর্মতলা এখন ধর্নাতলায় পরিণত হয়েছে।' একই দৃশ্য প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীদের। তাঁদের মন্তব্য, 'আমাদের এটাই ভাগ্য। মুখ্যমন্ত্রী নিজের মুখে ঘোষণা করলেও আমরা যন্ত্রণা, বঞ্চনার শিকার। ইতিমধ্যে আমরা ইন্টারভিউ দিয়ে নিয়োগ পাইনি। নতুন বিজ্ঞপ্তি নয়, চাকরি দিন। যতদিন না নিয়োগ পাব এই ধর্না চলবে। যেখানেই যাচ্ছি শুধু প্রতিশ্রুতি দিচ্ছে।' 

বঞ্চিত হিসেবে ৫৬৬ দিন রাস্তায় অবস্থানরত এসএলএসটি নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীরা। তাঁদের মন্তব্য, 'আমাদের চাকরি চুরি হয়েছে। আজকে আমাদের স্কুলে থাকার কথা। তা না করে রাস্তায় গড়াগড়ি খাচ্ছি। প্রত্যেক চাকরিপ্রার্থী জানে না কবে স্কুলে যেতে পারব।'


Follow us on :