নিরাপত্তার কারণে এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের কয়েকটি জেলার বেশ কিছু ব্লকে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। অবৈধ কার্যকলাপ প্রতিরোধেই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা অনুযায়ী, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলার বেশ কিছু ব্লকে এই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৭ থেকে ৯, ১১ থেকে ১২ এবং ১৪ থেকে ১৬ মার্চ সকাল ১১ টা থেকে ৩ টে ১৫ পর্যন্ত মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্র দফতরের।
গোয়েন্দা সূত্রে খবর, ওই সমস্ত জায়গায় আগামী কয়েকদিনে উন্নত যোগাযোগ ব্যবস্থার ওইসব মাধ্য়ম ব্যবহার করে বেআইনি কার্যকলাপ হতে পারে। ফলে যে কোনও ধরনের ক্ষয়ক্ষতি রোধেই আগাম প্রতিরোধমূলক ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভয়েস কল, এসএমএস এবং সংবাদপত্রকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
সরকারিভাবে কিছু না জানানো হলেও মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নফাঁস বা নকল ঠেকাতেই এই ব্যবস্থা বলে অন্য সূত্রে জানা গিয়েছে।