সাত সকালেই আর্থিক তছরুপের ঘটনায় কলকাতার (kolkata) চার জায়গায় ইডির (ED) তল্লাশি অভিযান। অভিজিৎ সেন (Avijit Sen) নামের এক ব্যাবসায়ীর অফিস, বাড়ি সহ মোট চার জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কলকাতার যোধপুর পার্কের (jodpur park) ১৩৩ নম্বর বাড়ি, যোধপুর পার্কের ৩৬২ নম্বর বাড়ি, সাউথ সিটি (south city) আবাসনের ২ নম্বর টাওয়ারের ৩৪ জি নম্বর বাড়ি এবং ১৭ নম্বর যোদপুর পার্কের অফিসে তল্লাশি অভিযান ইডির।
ইডি সূত্রে খবর, অভিজিতা কনস্ট্রাকশন নামের একটি সংস্থার মালিক অভিজিৎ সেন। ঝাড়খণ্ডের রাঁচিতে (ranchi) অফিস ছিল এই ব্যক্তির। এছাড়াও কলকাতার যোধপুর পার্ক রয়েছে ব্রাঞ্চ অফিস। কয়েকশো কোটি টাকা আর্থিক তছরুপের ঘটনায় কিছুদিন আগেই এই ব্যক্তির নাম উঠে আসে ইডি তদন্তে। সেই সূত্র ধরেই কলকাতার চার জায়গায় আজ তল্লাশি অভিযান চালায় ইডি।
সূত্র অনুসারে দুদিন আগেই হিসাব বহির্ভুত আয় ও দুর্নীতির অভিযোগে ঝাড়খন্ডের আই.এ.এস অফিসার পূজা সিংহলের সি.এ সুমন কুমারকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রায় ২০ কোটি টাকা। সেই ঘটনায় প্রাথমিক ভাবে রাঁচি, মুম্বাই কলকাতা সহ ১৮ টি জায়গায় তল্লাশি চলে। ফের আজ সকালে ওই ঘটনার সূত্র ধরেই প্রভাবশালী যোগের খোঁজে এই তল্লাশি বলে ইডি সূত্রে খবর।