Share this link via
Or copy link
গভীর রাতে নিউটাউনে (newtown) মর্মান্তিক পথ দুর্ঘটনা (road accident)। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আশঙ্কাজনক তিনজন, মৃত (death) এক। ঘটনাটি নিউটাউন বলাকা আবাসন সংলগ্ন এলাকার। প্রাথমিক সূত্রে খবর, আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। বাইক দুটিকেই বাজেয়াপ্ত করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, গতকাল গভীর রাতে থানায় ফোন আসে, বলা হয় নিউটাউন বলাকা আবাসনের আগে রাস্তার মধ্যে অনেকে আহত অবস্থায় পড়ে আছেন। পথদুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি পুলিস ঘটনাস্থলে গিয়ে আশঙ্খাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। তদন্ত নেমে পুলিস জানতে পারে, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। একটি বাইক নারকেল বাগান মোড় থেকে বলাকা আবাসনের দিকে যাচ্ছিল। অন্যটি বলাকা আবাসনের দিক থেকে নারকেল বাগানের দিকে আসছিল। সেই সময়ে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। এরপরেই চারজন ছিটকে পড়ে রাস্তায়। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। দুটি বাইকের সামনের অংশ দেখলেই বোঝা যাচ্ছে কতটা দ্রুত বেগে ছিল গাড়ির দুটো। সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। বাইক আরোহীর মধ্যে দুজন জলপাইগুড়ি, একজন ভাটপাড়া ও আহত মহিলা খড়গপুরের বাসিন্দা। তবে তাঁরা এখানে কী জন্য এসেছিল এবং এত রাতে বাইক নিয়ে কোথায় যাচ্ছিলো, খতিয়ে দেখচ্ছে পুলিস।