২৪ এপ্রিল, ২০২৪

Bail: ৪০ দিনের মাথায় হাইকোর্টে মঞ্জুর নওশাদ সিদ্দিকির জামিন, তদন্তে সাহায্যর নির্দেশ
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-02 15:04:27   Share:   

নওশাদ জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাই র্কোটের নির্দেশে জামিন পেলেন আইএসএফ-এর নেতা নওশাদ সিদ্দিকি-সহ গ্রেফতার হওয়া আরও ৬৩ জন। গ্রেফতারের ৪০ দিনের মাথায় জামিন পেলেন তাঁরা। তবে আইএসএফ-এর এক কর্মী মহম্মদ ইকবাল এখনও পুলিসি হেফাজতে।

জানা গিয়েছে, গত ২১শে জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবস কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় মধ্য কলকাতা। সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে বিধায়ক নওশাদকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলছে পুলিস। পরে তাঁকে গ্রেফতার করা হয়। সেদিন থেকেই জেলবন্দি ভাঙরের বিধায়ক। বারবার খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদন। এদিন কলকাতা হাইকোর্টে জামিন মামলার শুনানিতে পুলিসের আইনজীবী জানান, নওশাদ এর কুরুচিকর মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরই নওশাদের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট।

শর্তহীন এই জামিনে বলা হয়েছে, তদন্ত চলবে, তদন্তে সাহায্য করবেন নওশাদ। তদন্তের স্বার্থে যখনই ডাকা হবে নওশাদকে হাজিরা দিতে হবে। নওশাদের আইনজীবী জানান, "গত ২ দিন শুনানির পর আদালত জানতে চেয়েছিল আইএসএফ-এর উপর ওঠা পুলিসকে মারধরের অঙিযোগের কোনও প্রমাণ আছে কিনা। তবে পুলিসের আইনজীবী সেই প্রমাণ দেখাতে পারেননি। শুধুমাত্র ইকবাল নামক এক আইএসএফ-এর কর্মীকে কিছু একটা তুলতে দেখা যায়। তাই ইকবাল নামক ওই ব্যক্তির এখনও জামিন হয়নি। বৃহস্পতিবার আদালত মহম্মদ ইকবাল বাদে আইএসএফ-এর সব কর্মীদেরই জামিন দিয়েছে। এমনকি তাঁরা নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জেল থেকে মুক্তি পাবে।' 



Follow us on :