LATEST NEWS
28 May, 2023

Cash: ফের খাস কলকাতায় টাকার পাহাড়! বড়বাজারে তিন ব্যক্তির থেকে উদ্ধার ৪৩ লক্ষ টাকা
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০১-০৯ ২১:১১:৩০   Share:   

ফের খাস কলকাতায় বিপুল পরিমাণ নগদ উদ্ধার। বড়বাজারে ৪৩ লাখ টাকা-সহ গ্রেফতার তিন। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, তাঁদের কাছে কোনও সদুত্তর নেই। জানা গিয়েছে, একটি নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে এবং দীর্ঘ সময় ধরে নজরদারি চালিয়ে বিমল ওঝা, আমান কুমার তিওয়ারি এবং বিমল কুমার দুদানিকে ৪০/১, স্ট্র্যান্ড রোডের কাছে আটক করা হয়। তাঁদের কাছে থাকা দুটি ব্যাগ বাজেয়াপ্ত করে তল্লাশি চালানো হলে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে।

কেন এই অর্থ তাঁরা বহন করছিল, সেই সংক্রান্ত কোনও বৈধ নথি দিতে পারেনি অভিযুক্তরা। তাই তাঁদের গ্রেফতার করে বড়বাজার থানা সিআরপিসি এবং আইপিসির একাধিক ধারায় মামলা রুজু করেছে। এই মুহূর্তে বেআইনি নগদ উদ্ধারের নিরিখে গত বছর থেকে শিরোনামে বাংলা। সে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অর্পিতার মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে নগদ উদ্ধার হোক বা ঝাড়খণ্ডের বিধায়কদের গাড়ি। লক্ষ-কোটি টাকা উদ্ধারে চক্ষু ছানাবড়া বঙ্গবাসীর। এই তালিকায় নাম আছে গার্ডেনরিচ এবং হাওড়া স্টেশনেরও। সেই তালিকায় এবার নতুন সংযোজন বড়বাজারের ঘটনা।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :