০৯ ডিসেম্বর, ২০২৩

Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-23 20:35:47   Share:   

মণি ভট্টাচার্য: কালের নিয়মে বয়স বাড়লে কমজুরি হয়ে যায় মানুষ। আর এটাই হয়ত সুযোগ। অপমানিত হতে হয়, লাঞ্চিত হতে হয়, কখনও কখনও খুন হতে হয় পরিচারিকা, গাড়িচালক, কিংবা কোনও প্রোমোটারের হাতে। মূলত যারা শহর কলকাতায়, কিংবা কলকাতা লাগোয়া শহরতলি এলাকা গুলিতে একাকী থাকেন। হ্যাX, পরপর দুটো খুন, একটি বাগুইহাটিতে অন্যটি দমদম নাগেরবাজারে। পৃথক দুটি ঘটনাতেই একাকী বৃদ্ধ-বৃদ্ধার খুনে প্রশ্ন উঠছে শহরে তাদের নিরাপত্তা নিয়ে। শহরে, কতটা নিরাপদ একাকী বৃদ্ধ-বৃদ্ধারা। খোঁজ নিলো সিএন-ডিজিটাল।


শনিবার দু'টি পৃথক প্রবীণদের খুনের ঘটনায় কোথাও পরিচারিকা কিংবা কোথাও গাড়ির চালকের গ্রেফতারি চিন্তা বাড়িয়েছে প্রবীণদের। সূত্রের খবর, বাগুইহাটিতে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে, সিসিটিভি ফুটেজ দেখে ওই বৃদ্ধার এক পরিচারিকাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ঘুমের সমস্যা হওয়ায় ওই বৃদ্ধাকে মারধর করতেন পরিচারিকা। পাশাপাশি, দমদমের নাগেরবাজারে গাড়ি চেয়ে না পাওয়ায়, একাকী এক বৃদ্ধ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে তাঁর গাড়িচালক। ওই বৃদ্ধর মৃতদেহ উদ্ধার হতেই তদন্তে নেমে পুলিশ ওই গাড়ি চালককে গ্রেফতার করে।

খোঁজ নিতেই জানা গেল, কোথাও কেউ কেউ আছেন নিশ্চিন্তে, কিংবা কোথাও আছেন আতঙ্কে। কলকাতা লাগোয়া উত্তর দমদমের এক প্রবীণ হেমন্ত সুর আতঙ্কে থাকেন, একাকী জেনে যদি কখনও কেউ তাঁর ক্ষতি করার চেষ্টা করেন। কিংবা যদি তিনি শারীরিক ভাবে সমস্যায় পড়েন? তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন, হেমন্ত বাবু শনিবার সিএন-ডিজিটালকে বলেন, 'আতঙ্ক তো একটু হয়ই, মাঝে একদিন হুমকিও এসেছিল, সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি।' শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের হাল-হকিকত খোঁজ নিতেই জানা গেল রাজ্য পুলিশের তরফে প্রবীণদের সুরক্ষা সংক্রান্ত কোনও ব্যাবস্থা এখনও নেই। সে ক্ষেত্রে আলাদা ভাবে লোকাল পুলিশ ছাড়া কোনও সুরক্ষা তাঁদের দেওয়া হয় না। যদিও কলকাতা পুলিশ সূত্রের খবর, বয়স্কদের সুরক্ষার্থে একটি বেসরকারি এনজিও দ্যা বেঙ্গলের সঙ্গে যৌথ ভাবে 'প্রণাম' নামের একটি বিভাগ চালু করেন কলকাতা পুলিশ।


কলকাতা শহরে একাকী প্রবীণদের উপর বারবার আক্রমণ, খুনের ঘটনাগুলি সামনে আসতেই, এই ঘটনাগুলি পাকাপাকি ভাবে মেটাতে চালু হয় এই 'প্রণাম' বিভাগ। কলকাতা পুলিশ সূত্রেই খবর, 'প্রণাম' বিভাগের তরফে শহরের একাকী বৃদ্ধ বা বৃদ্ধাদের তরফে তিন ধরণের সহায়তা করা হয়। আইনি সাহায্য, নিরাপত্তা সংক্রান্ত সাহায্য, এবং স্বাস্থ্য সংক্রান্ত সাহায্য। শহরের যাঁরা ষাটোর্ধ্ব বৃদ্ধ, যাঁরা একা, তাঁরাই এই 'প্রণাম'-এর অন্তর্ভুক্ত হতে পারেন। কলকাতা পুলিশ সূত্রে আরও খবর, কলকাতা পুলিশের অন্তর্গত ৭২ টি থানা এলাকায় বর্তমানে প্রায় ২৩ হাজার একাকী বৃদ্ধ-বৃদ্ধা এই প্রণামের মাধ্যমে কলকাতা পুলিশের সুবিধা, সুরক্ষা পেয়ে থাকেন।


কলকাতা পুলিশের 'প্রণাম'-এর এক সদস্য, শহর কলকাতায় একাকী বৃদ্ধ স্বপন কুমার ঘোষ শনিবার সিএন-ডিজিটালকে বলেন, 'কোনও সমস্যা হয় না। সব সময় 'প্রণাম'-এর পুলিশের সদস্যরা পাশে থাকেন। অসুস্থ হয়ে গেলে হাসপাতালেও নিয়ে যান। সপ্তাহে একবার করে দেখা করেন, রোজ একবার খোঁজ নেন।' ওদিকে 'প্রণাম'-এর অপর এক সদস্য মিনা ঘোষ শনিবার সিএন-ডিজিটালকে বলেন,'কলকাতায় একা আছি, এটা কখনও মনেই হয় না। মাঝে মাঝে বিনোদনের জন্য বিভিন্ন অনুষ্ঠানেও নিয়ে যান তারা।'


এ বিষয়ে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গোতম মোহন চক্রবর্তী ও দ্যা বেঙ্গল এনজিওর কর্ণধার সন্দীপ ভুতোড়িয়া ২০০৯ সালে এই 'প্রণাম' প্রকল্পটি শুরু করেন। এদিন প্রাক্তন পুলিশ কমিশনার গোতম মোহন চক্রবর্তী সিএন-ডিজিটালকে জানান, এই 'প্রণাম' শহর কলকাতার একাকী মানুষের ভরসা হয়ে উঠেছে। পাশাপাশি শনিবার দ্যা বেঙ্গল এনজিওর তরফে জয়েন্ট কনভেনর এশা দত্ত বলেন, 'শহরে একাকী বৃদ্ধের সহযোগিতায় সবসময় প্রণাম ভরসা হয়েই থাকবে, এছাড়া রোজ হেল্পলাইন নম্বরের মাধ্যমে ফোন পেয়ে কমপক্ষে ১৫ জন বৃদ্ধ-বৃদ্ধাদের সহযোগিতা করা হয়। যারা এখনও প্রণামের সদস্য নয়।' 'প্রণাম'- এর হেল্প লাইন নম্বর ০৩৩ ২৪১৯ ০৭৪০।'


Follow us on :