মেট্রোর কাজের জন্য উত্তর কলকাতার বউবাজার এলাকার বাসিন্দাদের যে কী বেহাল অবস্থা এবং করুণ দশা, সেকথা সবার জানা। এবার বউবাজারের ছায়া দেখা গেল দক্ষিণ কলকাতায়। পাটুলির গড়গাছায় বহুতল আবাসনের দেওয়াল এবং ঘরে দেখা গেল ফাটল। এয়ারপোর্ট-নিউ গড়িয়া মেট্রো প্রকল্পের কাজ চলছে জোরকদমে। আর সেই কাজ চলার জন্যই লাগোয়া যে বহুতল আবাসনগুলি রয়েছে, সেখানে দেখা গেল ফাটল। এর ফলে আবাসিকরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন। কারণ, যত দিন যাচ্ছে, তাঁরা দেখছেন, ফাটল গভীর থেকে গভীরতর হচ্ছে।
এখানকারই এক আবাসিক দেওয়ালের ফাটল দেখিয়ে বললেন, এ তো বাইরের ফাটল দেখা যাচ্ছে। কিন্তু ভিত বা ভিতরের পাইপের কী অবস্থা, তা তো আমরা দেখতে পাচ্ছি না। ফলে সেখানে কী হয়ে রয়েছে, তা নিয়ে দুশ্চিন্তা কম নয়। ক্ষতি হয়ে থাকলে তা মেরামতের বিষয়েও ভাবনাচিন্তা করতে হবে। সেই কারণে মেট্রো কর্তৃপক্ষকে আমরা বারবার অনুরোধ করেছি, মেল পাঠিয়েছি। বলেছি, কাজটা করা হোক। কিন্তু পাঁচিল থেকে অন্তত কিছুটা দূরত্ব বজায় রাখা হোক, যাতে কাঠামোর কোনও ক্ষতি না হয়। মেট্রোর পক্ষ থেকে এখনও কোনও উত্তর আসেনি। তবে আমরা আশঙ্কিত, ড্যামেজটা কতটা ভিতরে চলে গিয়েছে, তা বুঝতে পারছি না। কারণ, প্রায় ৪৫ ফুটের মতো পাইপগুলিকে মাটির ভিতরে ঢোকানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ সোমবার আসতে পারে, এমন কথা তাঁরা শুনেছেন।
আবাসনের বাসিন্দারা যে কতটা আতঙ্কিত এবং ক্ষুব্ধ, তা এক আবাসিকের কথা থেকেই পরিষ্কার।