২৫ এপ্রিল, ২০২৪

SSC: 'বেআইনি নিয়োগে টাকা, না ভালবাসা?', কল্যাণময়ের জামিন মামলায় জানতে চায় হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-04 20:16:53   Share:   

হাইকোর্টে পত্রপাঠ খারিজ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন (Bail Plea)। বুধবার জামিন মামলার শুনানিতে আদালত সাফ জানিয়েছে, যেহেতু আর্থিক দুর্নীতি মামলার তদন্ত চলছে, তাই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmay Ganguly) জামিন আবেদনের মামলা আপাতত চালানো সম্ভব নয়। আবেদনকারী চাইলে মামলা প্রত্যাহার করতে পারেন। একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে আবেদনকারী পক্ষের আইনজীবী। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) কল্যাণময় গঙ্গোপাধ্যায় বক্তব্য জানাবেন।

ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ড প্রায় ৪ মাস জেলবন্দি মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এই মামলার তদন্তে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিন জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের বক্তব্য, 'গ্রুপ সি কর্মী নিয়োগ দুর্নীতি মামলায় প্যানেল বাতিলের পর শান্তিপ্রসাদ সিনহা ভুয়ো সুপারিশ পত্র তৈরি করেন। সেগুলো দেওয়া হয় কল্যাণময় গাঙ্গুলিকে। তিনি রাজেশ লায়েককে দিয়ে বেআইনি নিয়োগপত্র তৈরি করান।'

এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকায় বিরক্ত আদালত। বিচারপতি বলেন,'আমরা স্পষ্ট জানতে চাই কি ভাবে অপরাধ হয়েছে আর সেখানে ধৃতের ভূমিকা কি? এটা শুধু প্যানেল বাতিলের পর সেখান থেকে নিয়োগ নয়। এখানে টাকার খেলা আছে? না কি ভালোবাসার সম্পর্কে নিয়োগ?' জবাবে সিবিআই জানায়, 'পিছনে টাকার যোগ আছে, যা নিয়ে তদন্ত চলছে।'

এই শুনানিতে আদালতের মন্তব্য, 'আর্থিক দুর্নীতির তদন্ত চলছে। সেই তদন্ত এত না এগোনো পর্যন্ত জামিনের আবেদন সাড়া দেওয়া যাবে না।' যদিও বুধবার কোনও লিখিত নির্দেশ হয়নি। আবেদনকারী মামলা আপাতত প্রত্যাহার করবে কিনা, সেই ব্যাপারে বৃহস্পতিবার আদালতকে জানাবেন কল্যাণময়বাবুর আইনজীবী। তাই ৫ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত মুলতুবি মামলা।


Follow us on :