২৫ এপ্রিল, ২০২৪

DA: 'ডিএ অধিকার, বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া দিতেই হবে', ফের কড়া নির্দেশ হাইকোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-02 21:20:40   Share:   

রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ (Pending DA) এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বকেয়া মহার্ঘ ভাতা এখনও না মেটানোর অভিযোগ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে করেন সরকারী কর্মীদের (Government Employee) আইনজীবী সৌম্য মজুমদার। এই মামলায় রাজ্যের হয়ে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল। আদালতের নির্দেশ স্বত্বেও কেন বকেয়া মেটানো হয়নি? প্রশ্ন করেন বিচারপতি।

জবাবে এজি জানান, 'আমরা বকেয়া ডিএ মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছি। সেই আবেদনের শুনানি ১৪ ডিসেম্বর।' এই জবাব পেয়েই ক্ষুব্ধ বিচারপতি জানান, রিভিউ পিটিশন করলেই আগের বকেয়া মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ জন্মায় না। আদালতের স্পষ্ট নির্দেশ, বকেয়া ডিএ মেটাতেই হবে। ১৪-র পরিবর্তে, ৬ জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে মেটাতে হবে বকেয়া পুরনো ডিএ-র টাকা।'

রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বিচারপতি মান্থা বলেন, 'আমি আপনার বিড়ম্বনা বাড়াতে চাই না। তাই লিখিতভাবে নতুন অর্ডার দিলাম। ডিএ কর্মীদের অধিকার। এটা দয়া নয়, এটা এখন স্পষ্ট। আর কর্মীরা আছে বলে প্রতিষ্ঠান আছে। না হলে কোথায় থাকতো প্রতিষ্ঠান। এটা চলতে পারে না। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে।'

বিচারপতির মন্তব্য,'ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না। যদি বিচারব্যবস্থায় ভরসা না থাকে তাহলে অন্য কথা। কিন্তু কর্মীদের বঞ্চিত করে যাবে না। এটা তাদের কষ্টের দাম। কতদিন এই ভাবে বঞ্চিত থাকবে তাঁরা। আগে ১৪ ডিসেম্বর রিভিউ শুনানি ছিল। সেটা পিছিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে আগের নির্দেশ কার্যকর করতে হবে।'


Follow us on :