১৯ এপ্রিল, ২০২৪

CBI ED: এবার প্রাথমিক নিয়োগে সিবিআই-ইডির যৌথ তদন্ত, হাইকোর্টের সিট গঠন
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-02 17:27:13   Share:   

এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একসঙ্গে সিবিআই-ইডি (CBI-ED)। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta high Court)। ২০২০ সালের প্রাথমিক নিয়োগ (Primary Recruitment 2020) দুর্নীতির তদন্তে সিট গঠন করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত গঠিত যৌথ কেন্দ্রীয় সংস্থার সিট (SIT) এই দুর্নীতির তদন্ত করবে। ইডি এবং সিবিআই সমন্বয় রেখে এই তদন্ত করবে, এমনটাই সূত্রের খবর। কীভাবে পর্ষদের গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দেওয়া হল খতিয়ে দেখবে সিট।

২০১৪-র টেটের নিরিখে ২০২০-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত করবে সিবিআই-ইডি। হাইকোর্টের নির্দেশে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত চালাবে সিট। তদন্তে উঠে আসা সন্দেহভাজনদের প্রয়োজনে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় সংস্থা। আইনজীবী মহলের প্রশ্ন, এই জোড়া তদন্ত সংস্থার তদন্ত কী নিয়োগ দুর্নীতি-কাণ্ডে আরও রহস্যের জট খুলবে?


Follow us on :