১৯ এপ্রিল, ২০২৪

CBI: নিয়োগ দুর্নীতির তদন্তে থাকা সিবিআই সিট সদস্যকে সরালো হাইকোর্ট, ক্ষুব্ধ জাস্টিস গাঙ্গুলি
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-01 11:15:28   Share:   

সিবিআই তদন্তে কি ক্রমশ আস্থা হারাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থার এক তদন্তকারী আধিকারিক সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একইভাবে অন্য একটি মামলা চলাকালীন ফের সিবিআই তদন্তে অসন্তোষের কথা শোনা গেলো বিচারপতির গলায়। সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে চলা শুনানিতে উঠে এসেছে মানিক ভট্টাচর্য্য প্রসঙ্গ। মাদ্রাসা সংক্রান্ত এক মামলায় আইনজীবী ফিরদৌস শামীম বলেন, 'এই ঘটনায় সিবিআই হল উপযুক্ত সংস্থা, যাকে তদন্তভার দেওয়া যায়।'

এই বক্তব্য শুনেই বিচারপতি বলে ওঠেন, 'সিবিআই কেন? ডিআইজি সিআইডি নয় কেন?

সিবিআইয়ের পর্যাপ্ত আধিকারিক নেই। তাই আমি ভাবছি বিভিন্ন মামলায় এবার থেকে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডিকে তদন্তের দায়িত্ব দেবো। বিশেষ তদন্তকারী দল গড়ে তদন্তের ভার দেবো।'

এদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তদন্তকারী অফিসারের নাম দেওয়ার জন্য সময় চাইলেন সিবিআই আইনজীবী। সেই আবেদন মঙ্গলবার শুনানিতে মঞ্জুর করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বরখাস্ত সিবিআই আধিকারিকের জায়গায় নতুন নাম জানাবে সিবিআই।

জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে থাকা সিবিআই সিটের সদস্য এই মামলার কোনও কাজে অংশ নিতে পারবে না। তাঁর কাছে থাকা কাগজ, নথি সিটের প্রধানের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


Follow us on :