Share this link via
Or copy link
ফের খাস কলকাতায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। জানা যায়, পোস্তায় নন্দলাল সোনি নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় তাঁরই সোনার দোকান থেকে ঝুলন্ত অবস্থায়। বয়স ৫০ বছর। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সেই নোটে ব্যবসায়ী তাঁর মৃত্যুর জন্য মোট ছজনকে দায়ী করে নাম লিখে গিয়েছেন বলে পুলিস সূত্রে খবর।
স্থানীয় সূত্রে খবর, নন্দলালবাবু রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ প্রতিদিনের মতো ৫ নম্বর কানুলাল লেনের অফিসে আসেন। এরপর অফিসের দরজা বন্ধ করে দেন। পরে তাঁর ছেলে ময়ঙ্ক সোনি এসে এলাকার একজনকে ডাকেন। তিনি তাঁদের জানান, তাঁর বাবা ফোন তুলছে না। সন্দেহ হতেই শাটার তুলে কাঁচ ভেঙে দেখতে পান পাখার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তাঁর বাবা।
সূত্রের খবর, পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা হতে পারে। এই মুহূর্তে গোটা ঘটনাটি পোস্তা থানার পুলিস খতিয়ে দেখছে। তবে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিস।