বহুতল থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় বিডন স্ট্রিট সংলগ্ন জিতেন্দ্রমোহন এভিনিউ এলাকায়। পুলিস সূত্রের খবর, রাজেশ যাদব নামে বছর ৪০-এর ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বহুতলের ওই ঘরে একাই থাকতেন। এদিন সকাল আটটা নাগাদ ঘরের দরজা খোলা অবস্থায় উদ্ধার হয় ঝুলন্ত দেহ। পরে স্থানীয় বাসিন্দারা বড়তলা থানার পুলিসকে খবর দিলে পুলিস এসে ব্যক্তির দেহ উদ্ধার করে। পুলিস সূত্রে খবর, আদতে বিহারের বাসিন্দা বছর চল্লিশের ওই ব্যক্তি বহুতলের একতলার ফ্ল্যাটে একাই থাকতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি অ্যাপ ক্যাব চালাতেন তিনি। প্রায় ২০ বছর ধরে এখানেই থাকতেন ওই ব্যক্তি। কি কারণে মৃত্যু, খতিয়ে দেখছে বড়তলা থানার পুলিস।