পর্ণশ্রী থানা এলাকার মায়া দাসি রোডে কলেজপড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। সকালে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা খুলে ওই কলেজছাত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। নাম সুদেষ্ণা ভৌমিক, বয়স ২১। নিউ আলিপুর কলেজে জুলজি নিয়ে পড়াশোনা করছিল। আজ সকাল সাড়ে ছটার সময় ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস।
এই বাড়িরই নিচের তলায় থাকেন মামণি নস্কর। তিনি বললেন, কী কারণে ওই ছাত্রী এই পথ বেছে নিল, তা তাঁর কাছে পরিষ্কার নয়। বাড়িতে খাওয়া-দাওয়া নিয়ে মায়ের সঙ্গে অশান্তি হয়েছে বলে শুনেছেন। তবে গতকাল ঘরেই ছিলেন তিনি। কোনও চিত্কার-চেঁচামেচি বা হইচই তাঁরা শোনেননি।
আরেক প্রতিবেশী বললেন, সকালে যখন বাড়ি থেকে বের হন, তখন বাইরে জটলা ছিল। তখনই খোঁজ নিয়ে জানতে পারেন, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে বড় কোনও অশান্তি হয়েছে বলে তিনিও মনে করেন না। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে সে কলেজে ভর্তি হয়েছিল।