১৯ এপ্রিল, ২০২৪

TET: ২০১৪ টেটের ৫৯ হাজার নিয়োগ, মেধা তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-23 17:29:40   Share:   

২০১৪-এর প্রাথমিক টেটের (Primary TET 2014) ৫৯ হাজারের নিয়োগের মেধা তালিকা (Merit List) প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcuctta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে নির্দেশ। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই মেধাতালিকা। স্বচ্ছতা মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই মেধাতালিকা প্রকাশ করতে হবে নির্দেশ বিচারপতির গঙ্গোপাধ্যায়ের (Justice Ganguly)। মেধা তালিকার সঙ্গে থাকবে নম্বর বিভাজনও।

এদিকে, আবার ববিতা সরকার মামলার ছায়া হাইকোর্টে। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অযোগ্য হয়েও চাকরি পেয়েছিলেন। ফলে হতাশ হয়ে হয়েছিল যোগ্য ববিতা সরকারকে। সেই চাকরির ভাগ্য কী হয়েছে, এখন গোটা বাংলা এবার ববিতার মতোই আদালতে প্রিয়াঙ্কা সাউ। তাঁর থেকে কম নাম্বার পাওয়াকে চাকরি দিয়েছে এসএসসি। মামলা দায়ের করে এই অভিযোগ এনেছেন তিনি।

এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর উদ্দেশে বলেন,'অনেকদিন অপেক্ষা করেছেন এবার পুজোর আগে প্রিয়াঙ্কাকে চাকরি দিন।'


Follow us on :