ব্রেকিং নিউজ
Government-took-first-lesson-to-learn-Bengali-in-Raj-Bhawan-with-gorgeous-event-
Raj Bhawan: খুদে শিক্ষাগুরুর থেকে অ এবং আ লেখা শিখলেন রাজ্যপাল! রাজ ভবনে হাতেখড়ি অনুষ্ঠান

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-01-26 20:57:56


বাংলা শিখতে রাজ ভবনে হাতে-খড়ি অনুষ্ঠানের আয়োজন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামি ৫ বছরের মধ্যে তিনি বাংলা ভাষা রপ্ত করতে চান। এমন ইচ্ছা প্রকাশ করেছেন বাংলার রাজ্যপাল। সেই লক্ষে পৌঁছতেই সরস্বতী পুজোর দিন থেকেই 'ছাত্র' হিসেবে বাংলা ভাষা চর্চা শুরু করলেন তিনি। তাই প্রথামাফিক হল তাঁর হাতে-খড়ি। নয় বছরের শিশুকন্যা ইয়াসিনি রায় এদিন রাজ্যপালকে শিশু-গুরু হিসেবে হাতে-খড়ি দিয়েছে। ব্ল্যাক বোর্ডে সিভি আনন্দ বোসের হাত ধরে অ এবং আ লেখায় এই শিশুকন্যা। গুরু দক্ষিণা হিসেবে ইয়াসিনির হাতে উপহার তুলে দেন রাজ্যপাল।

একইভাবে আরও দুই খুদে-গুরু রাজ্যপালকে ইংরাজি থেকে বাংলা অনুবাদ শেখান। মাদার মানে মা এবং আর্থ মানে ভূমি ডক্টর বোসকে শেখানো হয়েছে। তাদের হাতেও তুলে দেওয়া গুরু দক্ষিণা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধ্যক্ষ ছাড়াও ছিলেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও, তিনি যাবেন না বলে জানিয়েছিলেন আগেই।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন