২০ এপ্রিল, ২০২৪

Metro: চলছে নিউ গড়িয়া-রুবি মেট্রো রুটের সেফটি পরীক্ষা! কবে থেকে এই রুটে ট্রেন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-30 12:57:22   Share:   

নতুন বছরে ফের সুখবর আসতে চলেছে কলকাতাবাসীর কাছে। প্রস্তুতি এবং নিরাপত্তা পরিকাঠামো ঠিকঠাক থাকলে আগামি মাসেই কলকাতা মেট্রো (Kolkata Metro) পালকে জুড়বে নিউ গড়িয়া-রুবি মেট্রো (New Garia-Ruby Metro)। কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস (CRS) সোমবার সকাল ৯টা থেকে অরেঞ্জ লাইনের অন্তর্গত এই মেট্রো রুটের সেফটি প্রোটোকল খতিয়ে দেখছেন। নিরাপত্তাজনিত এবং পরিকাঠামোগত ভাবে কতটা ফিট এই মেট্রো রুট, সেটাই দেখবেন সিআরএস কর্তা। বিকেল ৫টা অবধি চলবে এই পরিদর্শন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, সব কিছু ঠিক থাকলে আগামি মাসে জনতার জন্য খুলে দেওয়া হবে এই মেট্রো পরিষেবা।


ইতিমধ্যে জোকা-তারাতলা মেট্রো রুট চালু হয়েছে। এই রুট চালু হওয়ায় দক্ষিণ শহরতলি থেকে শহর কলকাতার যোগাযোগ আরও দ্রুত হয়েছে। একইভাবে নিউ গড়িয়া-রুবি মেট্রো রুট চালু হলে দক্ষিণ শহরতলি বিশেষ করে সোনারপুর, বারুইপুর থেকে সেক্টর ফাইভ, সল্টলেক, নিউ টাউনের যোগাযোগ আরও দ্রুত হবে। এবার কবে সিআরএস ছাড়পত্র পেয়ে এই রুটে মেট্রো দৌড়বে, সেই অপেক্ষায় শহরবাসী।


Follow us on :