ব্রেকিং নিউজ
Fraud-in-the-name-of-job-in-the-army-arrested-from-New-Market-area-5
Fake Indian Army: সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার ৫

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-03 18:37:29


ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) চাকরি দেওয়ার নামে প্রতারণা। কলকাতা পুলিসের অ্যান্টি রাউডি স্কোয়াডের হাতে গ্রেফতার (Arrest) ৫। ধৃতরা হল শিবম পাণ্ডে, রোহিতকুমার গুপ্তা, জিতেন্দ্র কুমার, অভিষেককুমার গৌতম এবং উমাকান্তি যাদব। এরা উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাসিন্দা। এরা বহু লোকের কাছ থেকে ভারতীয় সেনায় চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে (Investigation) জানা গিয়েছে, ধৃতরা নিজেদের ইন্ডিয়ান আর্মির অফিসার পরিচয় দিয়ে টাকা তুলত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত সাড়ে ১১ টা নাগাদ নিউ মার্কেট (New Market) এলাকার একটি হোটেলের সামনে থেকে এদের গ্রেফতার করা হয়।

কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে সেনাবাহিনীর একাধিক কার্ড এবং বিভিন্ন নথি উদ্ধার হয়েছে। এসব কোথা থেকে তারা পেল, তা পুলিসের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সেনাবাহিনীর মধ্যেই কি কারও সঙ্গে এদের যোগসাজশ ছিল, তাও এখন তদন্ত করে দেখা হবে। পাশাপাশি কতজনের কাছ থেকে এরা চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিল, তাদের খোঁজ চালাচ্ছে পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন