২৫ এপ্রিল, ২০২৪

Dengue: ডেঙ্গি আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, বাইপাসের এক নার্সিংহোমে চিকিৎসাধীন
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-19 14:07:51   Share:   

ডেঙ্গির (dengue) প্রকোপ এখন বেড়েই চলেছে। ডেঙ্গিতে আক্রান্ত প্রাক্তন ফুটবলার এবং ভারতীয় দলের সফলতম কোচ সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। ইতিমধ্যেই তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে (hospital)। মঙ্গলবার প্রথমে ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে বাইপাস সংলগ্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। জানা যায়, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন সুব্রতবাবু। তবে চিকিৎসকরা জানিয়েছেন, সুব্রত ভট্টাচার্যের প্লেটলেট ৬০ হাজার। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তিনদিন ধরে জ্বরে ভোগার পর আজ টেষ্টে তাঁর ডেঙ্গি ধরা পড়ে।

প্রসঙ্গত, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় গত ১৫-ই অক্টোবর নবান্নে একটি বৈঠক হয়।  রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সতর্ক করেন দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাত্ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিকে।

চিকিৎসকদের মতে, গত বছরের তুলনায় এই বছর তুলনামূলকভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ার একাধিক কারণ রয়েছে। তার মধ্যে মূল কারণ হল- আবহাওয়ার খামখেয়ালিপনা। পাশাপাশি মানুষের সচেতনার অভাব। এর মধ্যে ধরন বদলেছে ডেঙ্গির। বদল হয়েছে উপসর্গেরও। 


Follow us on :