২৪ এপ্রিল, ২০২৪

Nagerbazar: গৃহস্থ বাড়িতে বন দফতরের অভিযান, উদ্ধার মানুষের মাথার ৬টি খুলি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-09 13:04:06   Share:   

নাগেরবাজারে এক বাড়িতে বন দফতরের তল্লাশি অভিযানে উদ্ধার মানুষের মাথার হাফ ডজন খুলি! এই অভিযানে হরিণের সিং, চামড়া, বাঘের নখ উদ্ধার করে বন দফতর। পুলিস সূত্রে খবর, ছয়টি মাথার খুলি উদ্ধার হয়েছে তল্লাশি অভিযানে। বন দফতর বুধবার তল্লাশি অভিযান চালানোর সময় নাগেরবাজার থানায় খবর দেয়। পুলিস এসে ওই মাথার খুলিগুলি বাজেয়াপ্ত করেছে। কোথা থেকে এই খুলিগুলি পেলেন মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী, তা খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় পলাতক সৌরভ চৌধুরীর সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। মাথার খুলিগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

স্থানীয়দের দাবি, ওই বাড়িতে তন্ত্র সাধনা চলতো, ধুপ-ধোঁয়ার গন্ধে ভরে থাকতো। প্রচুর মানুষের যাতায়াত ছিল। তবে ভিতরে কী রয়েছে, সেই বিষয়ে তাঁদের জানা ছিল না। মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর মা অবশ্য গোটা ঘটনার জন্য তাঁর পুত্রবধূ রাখি চৌধুরীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তাঁর দাবি, 'এটা আমাদের ৩০-৪০ বছরের পুরনো বংশগত পুজো। সেখানে এসে ভাঙচুর করা হয়েছে। পিঙ্কি শাস্ত্রী ওরফে রাখি চৌধুরী আর তাঁর ধর্মভাইয়ের ইন্ধনে এসব হয়েছে। ও চিঠি লিখেছিল জানি। পিঙ্কিও তন্ত্র সাধনা করতেন। প্রশাসন যা যা বাজেয়াপ্ত করেছে, সবকটি আমার ছেলে আর পুত্রবধূর যৌথ কাজের জিনিস। কোনওটা তারাপীঠ থেকে কেনা, কোনওটা আবার উপহার পাওয়া।'


Follow us on :