জুন মাসের শেষ সপ্তাহ। মধ্যবিত্তের পকেটও এখন টান পড়তে শুরু করেছে। কিন্তু তবুও বাজারে তো যতেই হয়। বেশ কিছুদিন ধরেই বেড়েছিল মুরগির মাংসের দাম, এবার পাল্লা দিয়ে বাড়ছে মুরগির ডিমের দামও। আর ওই দাম বাড়ায় সমস্যায় পড়ছেন ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। কারণ, দাম বাড়ায় বাজারে ক্রেতাদের দেখা খুব একটা মিলছে না, তাই ডিম বিক্রিও হচ্ছে না।
ক্রেতারা জানান, ডিম তো প্রায়দিনই লাগে সাধারণ মানুষের। কিন্তু সেই ডিমের দাম বৃদ্ধিতে সমস্যায় ক্রেতারা। পাশাপাশি বিক্রেতা জানান, বাজারে নেই ক্রেতার দেখা। আসলেও দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেকেই।
মৎস্যপ্রিয় মধ্যবিত্ত বাঙালির ইলিশ কেনার সাধ থাকলেও সাধ্যে হয়তো কুলোচ্ছে না। ২০০০ টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও দাম আগুন ছোঁয়া। বাজারে মাছ থেকে মাংস যাই কিনতে যাচ্ছেন তাতেই ছেঁকা খেতে হচ্ছে। পাশাপাশি এবার ডিমের দাম বাড়াতেও সমস্যায় ক্রেতারা।
হাতিবাগান বাজারে পোল্ট্রির ডিম ৬টাকা করে পিস বিক্রি হচ্ছে। ৩০টা কিনলে দাম ১৭০ টাকা। অন্যদিকে গড়িয়াহাট বাজারে মুরগির ডিমের দাম সাড়ে ৬ টাকা করে বিক্রি হচ্ছে।