ব্রেকিং নিউজ
First-let-the-leaders-stop-cutmoney-then-the-plastic-weird-argument-buyers
Bazar: আগে নেতাদের কাটমানি বন্ধ হোক, তারপর প্লাস্টিক, আজব যুক্তি ক্রেতাদের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-02 16:35:32


শুক্রবার থেকে সারা দেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ হয়েছে। যে সব প্লাস্টিক একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়, সেই সব প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে, পরিবেশের কথা মাথায় রেখে। ১ লা জুলাই থেকে সারা দেশে এই নিয়ম কার্যকর করা হয়েছে। কিন্তু কলকাতায় কি আদৌ সেই নিয়ম মানা হচ্ছে? সাত সকালে যদুবাবুর বাজারে গিয়ে দেখা গেল চিত্রটা একেবারেই অন্যরকম। রমরমিয়ে চলছে প্লাস্টিক ব্যাগের ব্যবহার। ক্রেতা থেকে বিক্রেতা সবাই দেদার প্লাস্টিক ব্যাগের ব্যবহার করছে। এখনও নজরদারি নেই প্রশাসনের। ক্রেতা থেকে বিক্রেতা সকলেরই একই কথা, আগে বন্ধ করা হোক প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানা।

এদিন বিক্রেতারা জানান, বাজারে বেশ কয়েকজন ক্রেতা নিজেদের ব্যাগ এনেছেন। তবে যাঁরা আনেননি, তাঁরা প্লাস্টিকের ব্যাগই চাইছেন। বারণ করলে অশান্তি করছেন তাঁরা। এমন অবস্থায় বাধ্য হয়েও কয়েকজন ক্রেতাকে প্লাস্টিকের ব্যাগ দিতে হচ্ছে। তবে বেশিরভাগ সময়ই বলা হচ্ছে- ব্যাগ না আনলে জিনিস বিক্রি করা হবে না।

অন্যদিকে ক্রেতাদের প্লাস্টিক ব্যবহার করা নিয়ে প্রশ্ন করা হলে তাঁদের যুক্তি ভিন্ন রকম। কেউ বলছেন, "আগে নেতাদের কাটমানি নেওয়া বন্ধ করা হোক তারপর এই সব নিয়ম বানানো হোক।" অনেকেই বলছেন, "আমরা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করলে কী হবে, ব্যাগ তৈরির কাজ তো আর বন্ধ হচ্ছে না।" আবার অনেককেই দেখা যাচ্ছে বাড়ি থেকে ব্যাগ এনেও প্লাস্টিকের ব্যাগও নিচ্ছেন। তবে ওই ব্যক্তির যুক্তি, "আমাদের বাড়িতে নিরামিষ-আমিষের ব্যাপার আছে। তাই আমিষ আমি প্লাস্টিকের ব্যাগে নিয়ে যাচ্ছি।" 
তবে এত যুক্তির মাঝে এখন একটাই প্রশ্ন, সরকারের এই উদ্যেগে আদৌ কি সচেতন হবে আমজনতা? এখন সেটাই দেখার।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন