ব্রেকিং নিউজ
Fire-price-market-price-know-how-much-a-vegetable-costs
Market Price: অগ্নিমূল্য বাজারদর, জেনে নিন কোন সবজির দাম কত

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-04 10:07:09


তাপপ্রবাহ কিছুটা কমলেও অগ্নিমূল্য বাজারদর (Market Price Hike)। রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। মাছ-মাংস থেকে শুরু করে শাকসবজি (Vegetables) সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। অন্যদিকে সরষের তেলের দাম শুনে চক্ষু চড়কগাছ মধ্যবিত্তদের।

হাতিবাগান মার্কেটের (Hatibagan Market) বাজার করতে আসা এক ক্রেতা বলেন, প্রচুর দাম বেড়ে গিয়েছে সবজির। আগে যে পরিমাণ বাজার করতেন এখন তার থেকে অনেক কম কিনছেন। আলুর দামও বেড়েছে। খুবই অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে।

তবে কী কারণে ঊর্ধ্বমুখী বাজারদর? জানালেন হাতিবাগান মার্কেটের এক সবজি বিক্রেতা। তিনি বললেন, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জেরে আমদানিটা কিছুটা কমেছে। অকাল বৃষ্টির জেরে ফসলের ক্ষতি হয়েছিল। সেকারণে এখনও কিছু কিছু সবজির দাম বেশি।

একনজরে নেখে নেওয়া যাক হাতিবাগান মার্কেটে কিলো প্রতি সবজির দাম কত--

বেগুন-৭০-৮০টাকা

ঢেঁড়শ-৩০টাকা

শসা- ৩০ টাকা

উচ্ছে- ৫০ টাকা

জ্যোতি আলু- ২৫ টাকা

চন্দ্রমুখী আলু- ৩০ টাকা

পেঁয়াজ-১৮-২০ টাকা

অন্যদিকে লেক মার্কেটে(Lake Market) কিলো প্রতি সবজি--

কাঁচা আম -২৫ টাকা

বেগুন- ৬০টাকা

শসা-৩০টাকা

উচ্ছে-৫০ টাকা

টমেটো- ৩০টাকা

ঝিঙে- ৪০টাকা

পটল-৪০টাকা

লাউ- ২০ টাকা এক পিস






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন