১৯ এপ্রিল, ২০২৪

fire: তপসিয়ার জুতোর কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে দমকলের ৭ ইঞ্জিন
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-18 17:14:06   Share:   

ভর দুপুরেই খাস কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার তপসিয়ার (Tapsia) একটি জুতোর কারখানায় বিধ্বংসী আগুন (fire) লাগায় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৭টি ইঞ্জিন। তবে দমকল ও স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই কারখানার।

স্থানীয়রা জানান, ওই জুতোর কারখানার (shoe factory) আশেপাশেই রয়েছে বেশকিছু গাড়ির কারখানা। সেখানে প্রচুর পরিমাণে চামড়া এবং রবারের সামগ্রী থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় দমকলকর্মীদের।

দমকল সূত্রে জানা যায়, শর্টসার্কিট থেকে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড, এমনটাই প্রাথমিকভাবে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


Follow us on :