ব্রেকিং নিউজ
Fire-broke-out-in-Rabindra-Sadan-area-while-fire-tenders-response-swiftly
Exide More: রবীন্দ্র সদনে টায়ার শো-রুমে বিধ্বংসী আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-06 14:50:29


সোমবার রবীন্দ্রসদন এক্সাইড মোড়ের কাছে একটি টায়ারের শোরুমে ঘটে গিয়েছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সকাল পৌনে দশটা নাগাদ ৫৯-ডি চৌরঙ্গী রোডের একটি টায়ারের শোরুমে আচমকাই আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে শোরুমের উত্তর-পূর্ব কোণে আগুণ লেগে যায় এবং ধীরে ধীরে তা গোটা শোরুমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দমকলে খবর দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন এসে হাজির হয়। এছাড়াও পুলিসের একাধিক উচ্চপদস্থ  কর্মকর্তাও সেখানে আসেন। ডিজি জানিয়েছেন, শোরুমের ভিতরে ৪জন আটকে পড়েছিলেন, পুলিস ও দমকলকর্মীদের সহায়তায় তাদের ৩জনকে উদ্ধার করা হয়েছে, আর একজন বিশেষভাবে সক্ষম ছিলেন, তাঁকেও পরে উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, যারা আটকে ছিলেন তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে,তবে সঠিক কারণ তদন্ত করে দেখবে পুলিস।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন