শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) ২১ নম্বর প্লাটফর্মের সামনে ইন্ডিয়া ওভারসিস ব্যাঙ্কের (Indian Overseas Bank) এটিএম-এ আগুন (ATM Fire)। পাশে থাকা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম-এও ছড়িয়ে পড়ে সেই আগুন। দুটি এটিএম-ই আগুনে পুড়ে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। ঠিক কত টাকা আগুনে পুড়ে গিয়েছে তা এখনও জানা যায়নি। তবে একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার জেরে আতঙ্কিত রেল যাত্রীরা।
প্রাথমিকভাবে রেল কর্মীদের অনুমান, এসির শট সার্কিট থেকেই আগুন লাগে এটিএম মেশিন গুলিতে। জানা গিয়েছে, পর্যাপ্ত পরিমাণ টাকা মজুত ছিল ওই দুই এটিএম মেশিনে। তবে ঠিক কত পরিমাণ টাকা পুড়ে গিয়েছে তা রেল কর্মীদের কাছে পরিষ্কার নয়।
উল্লেখ্য, কয়েক মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকলকর্মীরা।