LATEST NEWS
29 May, 2023

Fire: শিয়ালদহে বি আর সিং হাসপাতালে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২৮ ১৫:৪৮:০৪   Share:   

শিয়ালদহে (Sealdah) বি আর সিং (B R Singh) হাসপাতালে আগুন (Fire)। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩ টি ইঞ্জিন। সূত্রের খবর, রেলের এই হাসপাতালে মঙ্গলবার দুপুরে আচমকাই ধোঁয়া বেরোতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পরে গোটা হাসপাতাল চত্বর জুড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। সূত্রের খবর, হাসপাতালের একটি অংশে আগুন লেগেছে। রোগীদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। এখনও অবধি ওই হাসপাতালে চিকিৎসাধীন সবাই সুরক্ষিত আছে বলেই হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর।    

Ad code goes here

Ad code goes here

Follow us on :