২৯ মার্চ, ২০২৪

Murder: কালীপুজোর রাতেই বাবাকে খুন, গ্রেফতার ছেলে
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-25 18:38:46   Share:   

কালীপুজোর (Kali Puja) রাতেই নৃশংস খুন (Murder)। খাস কলকাতার (Kolkata) বুকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। প্রতিবেশীরা অভিযুক্ত ছেলেকে পুলিসের হাতে তুলে দেয়। ঘটনাটি কালীপুজোর রাত তিনটে নাগাদ ঘটে উত্তর কলকাতার সিঁথি (Sinthee) থানার অন্তর্গত কেদারনাথ দাস লেনের। মৃত হলেন বছর ৬৫ এর উৎপল কান্তি রায়। অভিযুক্ত ছেলে বছর ২৪ এর উদ্দীপ্ত রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাত ৩টে নাগাদ উদ্দীপ্তের মায়ের চিৎকারের আওয়াজ শোনা যায় বাড়ি থেকে। এরপর এলাকাবাসীরা ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় উৎপল বাবুকে মাটিতেই পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁরাই পুলিসে খবর দেয়। রাতেই উৎপল বাবুকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মঙ্গলবার  সকালে আরজিকর হাসপাতালে উৎপল বাবুর মৃত্যু হয়। ঘটনার পরই উদ্দীপ্তকে পুলিস গ্রেফতার করে। পেশায় উৎপল বাবু চাটার্ড অ্যাকাউন্টান্ট ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। তাঁর ছেলে প্রায়ই রাতে বাড়ি ফিরে অশান্তি করতো। ছেলে আগেও নেশা মুক্তি কেন্দ্রে ছিল বলেই পরিবার জানিয়েছে। এরপরও বাবার সঙ্গে প্রায়দিনই ছেলের অশান্তি হত। সোমবার রাতে সেই অশান্তি চরম পর্যায়ে যায়। মোটর বাইকের পার্সের দোকান ছিল অভিযুক্ত একমাত্র ছেলের।

পুলিস সূত্রে খবর, ভারী কোনও জিনিস দিয়ে বাবাকে মারধর করা হয়েছে বলেই পুলিসের অনুমান। প্রথমে ছেলেকে আটকে রাখা হলেও পরে তাকে গ্রেফতার করা হয়।  


Follow us on :