বিধাননগর পৌরনিগমের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে, টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চন্দ্রিম ব্যানার্জি নামে এক ব্যক্তি।
গত বছর আগস্ট মাসের ২০ তারিখে ওয়েবল বিএমসি কর্তৃপক্ষ বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে, তাদের নাম করে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চালানো হচ্ছে এবং বহু কোম্পানি থেকে কোটি কোটি টাকা প্রতারণা করা হচ্ছে। এরপর গোটা ঘটনার তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এবং গতকাল রাতে দমদম এলাকা থেকে এই চন্দ্রিম ব্যানার্জিকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিধাননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।