ফের ভুয়ো কল সেন্টারের হদিশ মিলল সল্টলেকের সেক্টর ফাইভে। টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। বিদেশি নাগরিকদের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার ১০।
সল্টলেকের সেক্টর ফাইভের একটি বহুতল থেকে এই বেআইনি কল সেন্টার চালানো হত বলে পুলিস সূত্রে জানা গেছে।
সিআইডি সূত্রে জানা গেছে, ফ্রান্স, জার্মানিসহ বিদেশি নাগরিকদের ফোন করে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদ পাতা হত। তারপর সেই ফাঁদে ফেলে টাকা হাতানোই মূল উদ্দেশ্য ছিল এই চক্রের। কোটি কোটি টাকা জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই পুলিসের কাছে বিদেশি নাগরিকদের আর্থিক প্রতারণা করা হচ্ছে বলে খবর আসছিল। বিশেষত জার্মানির বাসিন্দাদের লক্ষাধিক টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ আসে সামনে। এর প্রেক্ষিতে চলে পুলিসি অভিযান। পুলিস সূত্রে খবর, এরা মূলত বিদেশি নাগরিকদের টার্গেট করত। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, বা কতদূর এর জাল বিস্তৃত তা খতিয়ে দেখছে পুলিস।