দোকান মেরামতির বরাত না পাওয়ায় সোমবার দুপুরে বেলেঘাটার (Beleghata) বাসিন্দা অনির্বাণ সাহাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি (Death threat) দেওয়ার অভিযোগ। আরও অভিযোগ, বেধড়ক মারধরের পর দোকান মালিককে গুরুতর জখম (injured) অবস্থায় বেলেঘাটার একটি নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকার দুষ্কৃতী রাজু নস্কর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধেই মূলত অভিযোগের তির। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বেলেঘাটার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন অনির্বাণ সাহা।
আহত দোকান মালিক অনির্বাণ সাহার দাবি, দীর্ঘদিন ধরে বেলেঘাটায় একটি প্লাইউডের দোকান রয়েছে তাঁর। সেই দোকানে কাঠামো সহ বিভিন্ন ধরনের মেরামতির জন্য তাঁর পরিচিত একটি কন্ট্রাক্টরকে বরাত দেন অনির্বাণ। সোমবার থেকে শুরু হয় মেরামতির কাজ। কাজ চলাকালীন দুপুরে আচমকাই ৪-৫ জন অনুগামীদের নিয়ে চড়াও হন রাজু নস্কর। তারপর দোকানের সামনে থেকে তাঁকে রাজু নস্কর একটি অফিসে তুলে নিয়ে যায় তাকে। সেখানে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি অনির্বাণের হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে ছবি তুলে নেয় দুষ্কৃতীরা। এমনকী আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বেলেঘাটার একটি নার্সিংহোমের সামনে নামিয়ে দিয়ে যায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে বেলেঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে গিয়ে আহত দোকান মালিক অনির্বাণ সাহার বয়ান নেন বেলেঘাটা থানার পুলিস (Beleghata police)।