২৪ এপ্রিল, ২০২৪

Ekbalpur: দুই পুলিসকর্মীর বিরুদ্ধে দুই ব্যক্তির থেকে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ, ধৃত ৪
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-03 16:15:17   Share:   

ফের পুলিসের (Police) বিরুদ্ধে তল্লাশির নামে টাকা হাতানোর (Money Extortion) অভিযোগ, গ্রেফতার এক কনস্টেবল-সহ চার। ধৃতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারও রয়েছেন। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ১৫ লক্ষ টাকা নগদ-সহ একবালপুরের (Ekbalpur PS) দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। এত টাকা তাঁদের কাছে কীভাবে এলো, পুলিসকে সদুত্তর দিতে পারেনি দু'জন। এমনকি এত টাকার কোনও যথাযথ নথি পুলিসকে দিতে পারেনি তাঁরা। শুধু এটুকু জানায় তাঁদের কাছে মোট ৩৩ লক্ষ টাকা ছিল। বাকি ১৮ লক্ষ টাকা কোথায়, পুলিস জানতে চাইলে ধৃতরা জানায় একজন কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ার তল্লাশির নামে সেই টাকা হাতিয়েছে।

গুরুতর এই অভিযোগ পেয়ে অভিযুক্ত কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। তাঁরা অপরাধ স্বীকার করে নিলে গ্রেফতার করা হয় ওই দু'জনকে। প্রত্যেককেই বৃহস্পতিবার আদালতে তোলা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইপিসি এবং সিআরপিসির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে আয়কর দফতরকেও।


Follow us on :