ব্রেকিং নিউজ
Either-give-a-job-or-give-permission-to-commit-suicide-appeal-to-the-Chief-Minister-in-the-street-protests
Food: হয় চাকরি দিন, নয়তো স্বেচ্ছামৃত্যু, রাজপথের বিক্ষোভে মুখ্যমন্ত্রীকে আর্জি

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-06-08 16:53:51


ফের রাজপথে চাকরির দাবিতে বিক্ষোভে সামিল শতাধিক মেধাতালিকাভুক্ত প্রার্থী। পিএসসির তরফ থেকে ২০১৮ সালে একটি বিজ্ঞপ্তি বের করা হয়। তাতে উল্লেখ ছিল, মূলত খাদ্য দফতরের এসআই পদে নিয়োগের কথা। ২০১৯ সালে তার পরীক্ষা হয়। এরপর ২০২০ সালে ফলপ্রকাশ। কিন্তু অভিযোগ, নিয়োগ করা হয়নি বহু মেধাতালিকাভুক্ত প্রার্থীকে। এর প্রতিবাদেই খাদ্যভবন অভিযানে সরব হন তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, তালিকাভুক্ত প্রার্থীর সংখ্যা ছিল ৯৫৭ জন। তার মধ্যে ১০০ জনের নিয়োগ হয়। বাকি ৮৫৭ জনের নিয়োগ আটকে যায়। এই নিয়ে তাঁদের যে মামলা, তা হাইকোর্টে বিচারাধীন। দীর্ঘদিন সুবিচার পাচ্ছেন না তাঁরা। বুধবার সুবিচারের আশাতেই মূলত এই বিক্ষোভে সামিল হন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, রাজ্য সরকারের তরফ থেকে কোনও উকিল সেই মামলায় হাজির হচ্ছেন না। বারবার ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে। খাদ্য ভবনের উচ্চপদস্থ আধিকারিকের কাছে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। সুরাহা না মিললে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখুন। নয়ত তাঁদের স্বেচ্ছামৃত্যুর আবেদন মুখ্যমন্ত্রী যেন মঞ্জুর করেন।





All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন